![]() |
চরফ্যাশনে জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের জানাজা সম্পন্ন |
গিয়াসউদ্দিন, চরফ্যাশন (ভোলা):
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসিবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টায় ভোলার চরফ্যাশন উপজেলার মাঝের চর ফাজিল মাদরাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় চরফ্যাশন উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ও বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা বলেন, “মৃত্যু এক অনিবার্য সত্য। তবে কিছু মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। হাসিবুরের মৃত্যু এমনই এক হৃদয়বিদারক ঘটনা যা কারও পক্ষে সহজে মেনে নেওয়া সম্ভব নয়।”
হাসিবুর রহমান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সাহসী ও মেধাবী নেতা। তিনি আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জুলাই আন্দোলনের সময় তিনি মিরপুর এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত একটি হোটেলে বন্ধুদের সঙ্গে নাস্তা করার সময় হঠাৎ খিচুনি ওঠে হাসিবুরের। পরে সহপাঠীরা তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই তার প্রথম জানাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার মরদেহ গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের মাঝের চর এলাকায় নেওয়া হয়। সেখানে পৌঁছালে নারী-পুরুষের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
হাসিবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন—চরফ্যাশন–মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলম,জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন,চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী,চরফ্যাশন প্রেসক্লাব সম্পাদক শহিদুল ইসলাম, এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
হাসিবুর রহমান ছিলেন মাঝের চর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের পুত্র। তার বাবা একইসঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।