![]() |
দেশের সাইবার নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
প্রযুক্তিনির্ভর এই আধুনিক বিশ্বে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা এখন একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইন্টারনেট ব্যবহারের বিস্তারের সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। এই প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী দেশের সাইবার নিরাপত্তা খাতে এক উজ্জ্বল নাম হিসেবে কাজ করে যাচ্ছেন।
২০১৭ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর থেকেই তথ্যপ্রযুক্তির জগতে নিজেকে সম্পৃক্ত করেন শাকিল। তিনি প্রতিষ্ঠা করেন “সাইবার ক্রাইম বাংলাদেশ” নামের একটি আইটি প্রতিষ্ঠান, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি এবং তার টিম ফেসবুক আইডি ও পেজ পুনরুদ্ধার, ব্লু ভেরিফিকেশন, ওয়েবসাইট সিকিউরিটি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সংক্রান্ত সহায়তা দিয়ে থাকেন। শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি আইটি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি।
২০২০ সাল থেকে “সাইবার ক্রাইম বাংলাদেশ”-এর স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন শাকিল চৌধুরী। বর্তমানে তার নেতৃত্বে দেশ ও বিদেশের শতাধিক তরুণ আইটি এক্সপার্ট সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করছেন।
শাকিল চৌধুরী বলেন, “আমি ও আমার টিম দেশের সাইবার নিরাপত্তায় কাজ করছি। সম্প্রতি বাংলাদেশ পুলিশের বেশ কিছু সাইবার মামলায় সহযোগিতা করেছি। আমি চাই দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বাড়াতে ফ্রি সেমিনার আয়োজন করতে। আমরা সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে আগ্রহী। রাষ্ট্রীয় সহযোগিতা পেলে দেশের স্বার্থে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
সাইবার জগতে নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।