আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কোরবানির বিকল্প নেই: শাহ্ আকরাম আলী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কোরবানির বিকল্প নেই: শাহ্ আকরাম আলী

 

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কোরবানির বিকল্প নেই: শাহ্ আকরাম আলী
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কোরবানির বিকল্প নেই: শাহ্ আকরাম আলী


সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত জনশক্তি সম্মেলনে প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী বলেছেন, আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীন কায়েম করা যায়—সেই চেষ্টা চালাতে হবে এবং এজন্য ত্যাগ ও কোরবানির প্রয়োজনীয়তা আছে। তিনি বলেন, “ইসলাম প্রতিষ্ঠা কোরবানির পরই সম্ভব হয়েছে; এখনো কোরবানি ছাড়া পূর্ণ বিজয় সম্ভব নয়।”


বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাসান। সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বহু নেতা উপস্থিত ছিলেন। প্রধান বক্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতারা সমন্বিত বক্তব্য রাখেন।


শাহ্ আকরাম আলী তার বক্তব্যে বলেন, জাতীয় ও সামাজিক পরিমণ্ডলে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে এবং জনসমাজকে নৈতিকতায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবর্তন সাধনে প্রস্তুতি ও একতা প্রয়োজন বলে উল্লেখ করেন। এছাড়া তিনি জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের আহ্বান পুনর্ব্যক্ত করেন।


সম্মেলনে বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সংকল্প ব্যক্ত করেন এবং স্থানীয় ও কেন্দ্রীয় স্তরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালানোর প্রতিশ্রুতি দেন।



Post Top Ad

Responsive Ads Here