![]() |
আপনার সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন - অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান |
ঝিনাইদহ প্রতিনিধি:
শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে সচেতন নারী সমাজের আয়োজিত ও রোখসানা হাবিব পলির সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, “যারা মা-বোনরা আছেন, আপনারা আপনার সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন।”
তিনি আরও বলেন, “আপনি যতই কষ্টে থাকুন না কেন, সন্তানদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে; আমি শৈলকুপার জন্য চেষ্টা করব যাতে প্রতিটি ঘরে বিসিএস ক্যাডার জন্মায়।”
অ্যাটর্নি জেনারেল শৈলকুপার নিরাপত্তা ও নৈতিকতার ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, “সন্তান সন্ধ্যায় বাড়ি ফিরলে তাদের চলাফেরা লক্ষ্য রাখুন; মাদক সেবন করলে তা পরিবারের জন্য বড় আঘাত। যদি কোনো সন্তান মাদকের সমস্যায় পড়ে এবং আপনাদের হাতে নিয়ন্ত্রণ সম্ভব না হয়, তাহলে আমাকে জানাবেন — আমি তাদের বিপথগমন রোধে সব উপায় প্রয়োগ করব।” তিনি সতর্ক করে বলেন, “মাদকাসক্ত হলে শুধু অর্থগত ক্ষতি নয়, সন্তানটির জীবনও ঝুঁকিতে পড়বে।”
মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “আপনার মেয়ে যদি স্কুলে যাওয়ার সময় ইভটিজিংয়ের শিকার হন, আমাকে জানাবেন — সেই বখাটের স্থান শৈলকুপার আলো-বাতাস হবে না; তাকে ঝিনাইদহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।” তিনি নানাবিধ সামাজিক উদ্যোগে নারীদের সঙ্গে সহযোগিতার আশ্বাসও দেন এবং সকলকে তাঁর সঙ্গে কাজ করার আবেদন জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক রোখসানা হাবিব পলি। অনুষ্ঠানে অন্যান্য সচেতন নারী ও স্থানীয় শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।