টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৩৯ জন উদ্ধার, দুই মানবপাচারকারী আটক
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে টেকনাফের গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৩৯ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এসময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকেও আটক করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় ও বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রেখেছিল।
সংবাদ পেয়ে নৌবাহিনীর বিশেষায়িত সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালায়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।
পরে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তিরা জানান, মানবপাচারকারী চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাদের অপহরণ করে পাহাড়ে আটকে রাখে এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।
উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী মানবপাচার, মাদক ও চোরাচালান দমনে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।