![]() |
প্রতিমা বিসর্জনের ভিড়ে হারানো শিশু ফিরল মায়ের কাছে |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু সাজিদকে আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
শিশুর মা পারভিন আক্তার জানান, তিনি রাঙ্গুনিয়ার শান্তিরহাট থেকে সকালে ছেলেকে নিয়ে সৈকতে ঘুরতে আসেন। বিকেলে প্রতিমা বিসর্জনের ভিড়ে ছেলেকে হারিয়ে ফেলেন। অসহায় অবস্থায় তিনি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কাছে সাহায্য চান।
ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে সৈকতের বিভিন্ন অংশে খোঁজ চালায়। প্রায় ৩০ মিনিট পর সন্ধ্যার আগে সৈকতের এক কোণে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত পারভিন আক্তার বলেন, “আমার বুকের ধনকে আবার বুকে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমি আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।”
পারকির চর জোনের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফয়েজ উদ্দিন বলেন, “ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের পাশে আছে। সৈকতকে শতভাগ নিরাপদ রাখতে আমাদের টিম সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।”