হযরত শাহজালাল বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা নিয়ে আসা মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

হযরত শাহজালাল বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা নিয়ে আসা মাদক ব্যবসায়ী আটক

হযরত শাহজালাল বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা নিয়ে আসা মাদক ব্যবসায়ী আটক
হযরত শাহজালাল বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা নিয়ে আসা মাদক ব্যবসায়ী আটক

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে পায়ুপথে ৯৬৯ পিস ইয়াবা বহনকালে মাদক ব্যবসায়ী মোঃ নবী হোসেন (৪৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।


আজ রবিবার দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922 যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের পার্কিংয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এয়ারপোর্টে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে তার পায়ুপথ থেকে তিনটি ডিম্বাকৃতির পলিথিন থেকে মোট ৯৬৯ ইয়াবা ট্যাবলেট বের করা হয়।


এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।”


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা মেট্রোপলিটন থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।



Post Top Ad

Responsive Ads Here