পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান
পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের মানববন্ধন ও পরিচ্ছন্নতা অভিযান



আমতলী (বরগুনা) প্রতিনিধি:

প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক তরুণ। রোববার (তারিখ উল্লেখযোগ্য না থাকায়) বিকেল সাড়ে চারটায় পায়রা নদীর তীরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


‘প্লাস্টিক নয়, প্রকৃতি বাঁচাও—প্লাস্টিক দূষণ রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে এনএসএস-এর সহযোগিতায় এবং এনএসএস অ্যাকশনএইডের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী মুক্তি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়নকর্মী তাজমেরী লিখন, উন্নয়নকর্মী মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ জয় ও মিতু রানী।


বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অব্যবস্থাপনার কারণে নদী, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে। প্লাস্টিক ব্যবহার কমিয়ে বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।


মানববন্ধন শেষে তরুণরা পায়রা নদীর তীরবর্তী এলাকায় প্লাস্টিক ও পলিথিন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পরিবেশ সচেতনতা বাড়াতে প্লাস্টিক ও পলিথিন জমা দিলে একটি করে সাবান উপহার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।


স্থানীয়রা জানান, এমন উদ্যোগ নিয়মিত হলে পরিবেশ রক্ষা আন্দোলন আরও বেগবান হবে এবং তরুণদের মধ্যে সচেতনতা বাড়বে।



Post Top Ad

Responsive Ads Here