জেলা সংবাদ:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও একটি মাদরাসা বিধ্বস্ত হয়েছে। এছাড়া শতাধিক গাছপালা উপড়ে গেছে।
সোমবার বিকেলে উপজেলার ছোটবাইশদিয়া ও সদর ইউপিতে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন জানান, বিকেলে আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ঘণ্টাখানেক প্রবাহিত হয়। এতে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।
ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান জানান, ঝড়ে তার ইউপিতে একটি হাফিজিয়া মাদরাসা ও অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যাদের বাড়িঘর ভেঙেছে, তাদের অনেকেই গরিব। তাদের মাথা গোঁজার ঠাঁই নেই।
রাঙ্গাবালীর ইউএনও মো. মাশফাকুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।