পুলিশের উপর হামলা, ৩৪ জনের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

পুলিশের উপর হামলা, ৩৪ জনের বিরুদ্ধে মামলা

প্রতিকি ছবি

দিনাজপুরের হাকিমপুরে মাদক বেচাকেনার খবরে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চারজনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১১ এপ্রিল দুপুরে মাদক বেচাকেনার গোপন তথ্যে ওই উপজেলার রায়ভাগ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা-ফেনসিডিলসহ মামুনুর রশিদ ও রাজু নামে দুইজনকে আটক করে পুলিশ। ওই সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে এক কনস্টেবলকে আহত করে। পরে মামুন ও রাজুসহ সবাই একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

মামলার কপি


মামলার বাদী থানার হাকিমপুর থানার এসআই একরামুল হক জানান, ওই ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক মামুনুর রশিদ ও রাজুকে পালাতে সহায়তা করায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সরেজমিনে দেখা গেছে, গ্রেফতার এড়াতে রায়ভাগ গ্রামের অর্ধশত মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। আসামিদের ধরতে দফায় দফায় ওই গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।



সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here