গাইবান্ধার তিন উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা, গোবিন্দগঞ্জ ও ফুলছড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার চিঠুলিয়া গ্রামের হাসমত আলী, গোবিন্দগঞ্জের তালুক রহিমাপুরের জাদু মিয়া, ফুলছড়ির পূর্ব আলগার চরের আনসার আলী।
মোল্লারচর ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হারুন মিয়া জানান, বৃষ্টির মধ্যে জমিতে পাটের বীজ বপন করছিলেন হাসমত আলী। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জের দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন জাদু মিয়া। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
ফুলছড়ির এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন আনসার আলী। ওই সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
সময়/দেশ/নাজ