ভাঙ্গায় কর্মহীন দুস্থ্য ইমামদের মাঝে বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০২, ২০২০

ভাঙ্গায় কর্মহীন দুস্থ্য ইমামদের মাঝে বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের ভাঙ্গায় ইসলাহুল মুসলেমীন পরিষদ বাংলাদেশ শাখার আয়োজনে  করোনার কারনে গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়া দুস্থ্য অসহায় ইমামদের মাঝে চলমান কর্মসূচীর অংশ হিসেবে  নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে। 

শনিবার সকালে  উপজেলার ভাঙ্গা পৌরসদরের মাদানী নগর মাদ্রাসায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত  মসজিদের ইমামদের মধ্যে বিতরণ করা ত্রানসামগ্রীগুলোর মধ্যে ছিল ১০ কেজী চাল, ৫ কেজী আলু,১ কেজী ডাল,১ লিটার তেল,১ কেজী লবন ও ১টি সাবান।  ত্রানসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদ মাসরুর,মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা হাফিজুর রহমান,মাওলানা আলী হায়দার প্রমুখ। 

মাদ্রাসার পরিচালক মাওলানা আহমাদ মাসরুর বলেন, সারাদেশে আজ বৈশ্বিক করোনার প্রাদুর্ভাবজনিত কারনে কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। কওমী মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। বেশীরভাগ মসজিদের ইমামরাও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করিতেছে। 

অন্যান্য পেশার লোকজন বিভিন্ন ত্রানসামগ্রী সাহায্য পেলেও এসব মসজিদ-মাদ্রাসায় অত্যন্ত নাজুক বেতনে চাকুরী করা ইমামরা পড়েছেন মহা বিপাকে। কারন তারা কারও কাছে হাত পেতে নিতে অভ্যস্ত নয়। 

তাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, সাধারন লোকজনের সহযোগিতায় চলা এসব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য রোজগারের পথটুকুও বন্ধ হয়ে গেছে। তারা না খেয়ে মরে গেলেও লোকলজ্জার ভয়ে হদরিদ্রদের কাতারে গিয়ে দাড়াতে প্রস্তত নয়। আমাদের উচিৎ এসব মানুষদের সাহায্যে এগিয়ে আসা। আহমাদ মাসরুর বলেন, তিনি ব্যাক্তিগত উদ্যোগে হলেও এ কর্মসূচী চালিয়ে যাবেন।

Post Top Ad

Responsive Ads Here