এখনো ভারতের হয়ে টেস্ট খেলতে চান সৌরভ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

এখনো ভারতের হয়ে টেস্ট খেলতে চান সৌরভ!

সময় সংবাদ ডেস্ক//
বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলী। কর্মজীবনে যেখানেই গেছেন হাত দিয়ে সোনা ফলিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনো আফসোস রয়েছে তার। সম্প্রতি সৌরভ জানিয়েছেন, এখনো ভারতের হয়ে খেলতে পারবেন তিনি!

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ দাবি করেন, মাত্র তিন মাস অনুশীলন করলেই আবারো ভারতের হয়ে টেস্ট খেলতে পারবেন। এমনকি রঞ্জি ট্রফিতে মাত্র তিন ম্যাচ খেললেও তার প্রস্তুতি সম্পন্ন হবে বলে মনে করেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। 

সৌরভ বলেন, ‘আমাকে যদি আরো দুইটা ওয়ানডে সিরিজ খেলতে দেয়া হতো তাহলে আমি আরো বেশি রান করতে পারতাম। আমি বিশ্বাস করি, নাগপুরে অবসর না নিলে পরের দুই টেস্ট সিরিজেও অনেক রান করতাম।’

তিনি আরো বলেন, ‘আমাকে যদি এখনো ছয় মাস অনুশীলন করতে দেয়া হয় বা রঞ্জিতে তিনটা ম্যাচ খেলতে দেয়া হয় তাহলেই আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। আমার তো মনে হয় ছয় মাসও লাগবে না, আমাকে তিন মাস সময় দিলেই আমি দলের হয়ে রান করব।’

ভারতের ওয়ানডে ক্রিকেট দলে সৌরভকে কিংবদন্তি মানা হলেও টেস্ট দলে তুলনামূলক উপেক্ষিত হতেন তিনি। এ নিয়ে আক্ষেপের কমতি নেই তার। খেলোয়াড়ি জীবনে অনেকবারই এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি।

দেশের হয়ে ৩১১টি ওয়ানডেতে ১১ হাজার ৩৬৩ রান করেছেন সৌরভ গাঙ্গুলী। এর পাশাপাশি ১১৩ টেস্টে তার সংগ্রহ সাত হাজার ২১২ রান। ভারতের হয়ে আবারো খেলতে চাওয়ার ইচ্ছেটা হয়তো তার আক্ষেপেরই বহিঃপ্রকাশ। 


Post Top Ad

Responsive Ads Here