ফরিদপুর জেলা পুলিশের ২৮৩ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু-০২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

ফরিদপুর জেলা পুলিশের ২৮৩ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু-০২


সঞ্জিব দাস, ফরিদপুর :

ফরিদপুরের মধুখালী সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান লালন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ল্যাবে করোনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পরে। এছ্ড়াা এর আগেই করোনায় আক্রান্ত রয়েছেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম ও তার পরিবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। 


ফরিদপুর জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানাগেছে, ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের এ পর্যন্ত ২৮৩জন সদস্য তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। এদের মধ্যে এ পর্যন্ত ১৩১জন সুস্থ্য হয়েছেন। এখনও করোনা শরীরে বয়ে বেড়াচ্ছেন ১৫২জন পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে থেকে জেলা পুলিশের দ্ইু সদস্য মৃত্যুবরন করেছেন করোনায় আক্রান্ত হয়ে। 


ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ আলম করোনা থেকে সুস্থ্য হয়েছেন বলে জানাগেছে। কিছুদিন পূর্বে তিনি করোনায় আক্রান্ত হলে হোম কোয়ারেনটাইনে চলে যান। তবে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মোঃ বেলাল হোসেন এখনও সুস্থ্য হননি বলে জানাগেছে। 


শুক্রবার কোতয়ালী থানার ওসির সাথে তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ করে বলেন আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছি। দ্বিতীয় বারের পরীক্ষায় নেগেটিভ এসেছে বলেও জানান তিনি। 


করোনা পরিস্থিতির পর ফরিদপুরে গণ মানুষের সেবায় পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম এর নির্দেশে ফরিদপুর পুলিশ বিভাগের সকল কর্মকর্তা ও সদস্যরা রাত-দিন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন। এমন কি বিপদগ্রস্থ নি¤œমধ্যবিত্তদের বাড়ী, বাড়ী জরুরী খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ছাড়াও নানা দায়িত্ব পালন করেন। এসব কাজ করতে গিয়ে তারা আক্রান্ত হন বলে জানাগেছে।    


জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, জেলার জনবান্ধব    পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম তার জেলা পুলিশ টিম নিয়ে যে ভূমিকা দেখিয়ে চলছেন তা আজীবন আমরা মনে রাখবো। তার মতো এমন অফিসার হয় না। তিনি শুধু করোনা বিষয় নিয়ে নয় জেলায় সন্ত্রাস দমন ও জেলার আইন শৃংখলা শক্ত হাতে ধরে রেখেছেন। তার নানা মুখি উদ্যোগের কারনেই আমরা এখন নিরাপদে পথ চলতে পারি বলেও জানান অনেকে।

Post Top Ad

Responsive Ads Here