ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ





ফরিদপুর প্রতিনিধি :
করোনাকালীন সময়ে ফরিদপুর জেলা পুজা উদযাপন কমিটি ও পৌরসভা শাখার উদ্যোগে শহরে বিভিন্ন মন্দির ও ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সামগ্রী হিসেবে কে ৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে।



শুক্রবার দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ এর অর্থায়নে স্বাস্থ্য সামগ্রী বিতরণ সময়ে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় রায়, মহানগর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সঞ্জিব দাস, আশিষ পোদ্দার বিমান, শংকর সাহা, সুরজিৎ কুন্ডু, সঞ্জয় কর্মকার, শিবু প্রসাদ রায়, উৎপল দত্ত, পরিমল সরকার, তাপস দত্ত, রঞ্জন ঘোষ প্রমূখ।


উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় জেলা পূজা কমিটির ভার্চুয়াল জুম মিটিং এ করোনাকালিন সময়ে ফরিদপুর পৌরসভার মন্দির গুলোর জন্য কে ৯৫ মাস্ক ৮০০ পিস ও ৮টি উপজেলার জন্য ৪০০ পিস মাস্ক দেওয়ার কথা ঘোষনা করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ। ওই মিটিং তিনি মাস্ক ছাড়াও লাশ সৎকারের জন্য একটি গাড়ী( যা এরই মধ্যে কেনা হয়েছে), লাশ সৎকার কারীদের জন্য ১০০ পিপিই ও অসহায় মানুষের জন্য ৫টন চাল বরাদ্দ দেওয়া কথা জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here