সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশের আকাশ থেকে জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে মঙ্গলবার, এমনটাই জানিয়েছেন জোতির্বিজ্ঞানীরা। এদিকে চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, ২০ জুলাই বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে।
জানা গেছে, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনে রোজা শুরু বা ঈদ পালন নিয়ে যে বিতর্ক চলছে যুগের পর যুগ ধরে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার।