সময় সংবাদ ডেস্ক//
নাটোর-বনপাড়া মহাসড়কে খালকুলায় রডবোঝাই একটি ট্রাকের চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো তিনজন। সিরাজগঞ্জে তাড়াশের সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন এবং শাহজাদপুরের তালগাছি গ্রামের মানিক হোসেন।
হাটিকুমরল হাইওয়ে থানার এসআই বাকী উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করি। লাশ দুটি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।