মা-বোনকে পুলিশের নির্যাতনের অপমানে কিশোরের আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

মা-বোনকে পুলিশের নির্যাতনের অপমানে কিশোরের আত্মহত্যা


সময় সংবাদ ডেস্ক//
পুলিশের সোর্সকে চোর মনে করায় মা-বোনকে অপমান ও নির্যাতন করে পুলিশ। সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে দশম শ্রেণীর ছাত্র মারুফ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদে মারুফদের বাসায় এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার সন্ধ্যার পর মারুফদের বাসায় উঁকি দিচ্ছিলেন পুলিশের এক সোর্স। কয়েকদিন আগে মারুফের সাইকেল-মোবাইল ফোন এবং টাকা চুরি হওয়ায় সে ওই সোর্সকে চোর সন্দেহে দৌড়ে গিয়ে আটক করে মারুফ। এরপরই ডবলমুরিং থানার এএসআই হেলালসহ পুলিশ সদস্যরা এসে মারুফের মা-বোনকে মারধর করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে মারুফ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক  জানিয়েছেন, অভিযুক্ত এএসআই হেলালকে প্রত্যাহারের পাশাপাশি ঘটনা অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

চার ভাইবোনের মধ্যে মারুফ ছিল দ্বিতীয়। চাচার দোকানে চাকরি করার পাশাপাশি পড়ালেখা করছিল। নগরীর টিএন্ডটি কলোনির উচ্চ বিদ্যালয় থেকে তার এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।


Post Top Ad

Responsive Ads Here