করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মামা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর ৫ জুলাই ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে আইসিইউতে রাখা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।


Post Top Ad

Responsive Ads Here