বোয়ালমারীতে সড়ক নির্মাণে নিম্মমানের ইট কাজ বন্ধ করলো এলাকাবাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

বোয়ালমারীতে সড়ক নির্মাণে নিম্মমানের ইট কাজ বন্ধ করলো এলাকাবাসী

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণে নিম্মমানের ইট ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী।  


জানা যায়, এলজিইডির অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণের আওতায় চতুলর ইউনিয়নের বাইখীর ক্লাবঘর থেকে সুকদেবনগর কাজী বাড়ি মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তায় এইচবিবি সড়ক নির্মাণের কাজ পায় ফরিদপুর সদরের ঠিকাদার আবুল মীর। এ বছরের মে মাসে কাজটি শুরু হয়। করোনাভাইরাসের কারণে কিছুদিন কাজ বন্ধ থাকায় সম্প্রতি তিনি আবার কাজ শুরু করেন। দরপত্র অনুযায়ী আগে বালু ব্যবহার করে রোলার দিয়ে সমান করে ইটের সোলিং এরপর একটা ইট খাড়া করে দেওয়ার কথা থাকলেও বালু দেওয়া পর রোলার না করেই ইট বিছানোর কাজ শুরু করা হয়। রোলার না করায় রাস্তার বিভিন্ন যায়গায় গর্ত দেখা দিয়েছে। সোলিং এ ব্যবহার করা হচ্ছে নি¤œমানের ইট। এ অবস্থায় শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়। 


স্থানীয় বাসিন্দা ও উপজেলা যুবলীগ নেতা রুবেল শিকদার বলেন, নি¤œমানের ইট দিয়ে কাজ করছিল ঠিকাদারের লোকজন। বালু রোলার না করায় রাস্তা বিভিন্ন যায়গায় ডেবে গেছে। সে জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট ঠিকাদার আবুল মীরের মোবাইলে (০১৭৩৩-১৪৭৮৮২) একাধিকবার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।  


চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, তিনি খবর পেয়ে তাৎক্ষনিক বোয়ালমারী উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জানানো হয়েছে।  


বোয়ালমারী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ইটের মান খারাপ শুনে চিঠি দিয়ে কাজটি বন্ধ করে দিয়েছি। কাজের মান যাতে ভাল হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। দরপত্র অনুযায়ী ঠিকাদারকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।   

Post Top Ad

Responsive Ads Here