সময় সংবাদ ডেস্ক//
কুমিল্লায় কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইজদার বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে ইরাক হোসেন ওরফে রনি ও একই জেলার বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে শামীম মিয়া।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
তিনি জানান, র্যাব-১১, সিপিসি-২ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় মিনি কাভার্ডভ্যানের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।