ভালো আম কিনে দেয়ার কথা বলে বয়স্কভাতা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

ভালো আম কিনে দেয়ার কথা বলে বয়স্কভাতা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে আম ও চাল কিনতে যাওয়ার সময় অভিনব কায়দায় চৌরাস্তা এলাকায় ওই বৃদ্ধার তিন হাজার টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর নাম সাহেরা বেগম। তিনি বোয়ালমারী উপজলার দাদপুর ইউপির সুগন্ধি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় অসচ্ছল বয়স্কদের ভাতার টাকা পরিষদ চত্বরে বিতরণ করে সোনালী ব্যাংক। ওই বৃদ্ধা তার টাকা নিয়ে আম ও চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে ভালো আম কিনে দেয়ার কথা বলে পাশাপাশি হাঁটার একপর্যায়ে বৃদ্ধার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

সাহেরা বেগম জানান, ওই ব্যাগে তার ভাতার তিনহাজার টাকা ছিল। এরপর তাকে সড়কে বসে চিৎকার করে কাঁদতে দেখে স্থানীয়রা ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়।

ইউএনও’র সহকারী জামাল উদ্দিন বলেন, সে সময় ইউএনও অফিসে ছিলেন না। তবে ওই বৃদ্ধাকে দুই হাজার টাকা ও খাবার কিনে দিয়েছি।



Post Top Ad

Responsive Ads Here