দূরত্ব মেনে বিশ্বের প্রথম কনসার্ট অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০

দূরত্ব মেনে বিশ্বের প্রথম কনসার্ট অনুষ্ঠিত


সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে বিশ্বের বড় বড় অনেক কনসার্ট। কয়েক মাসের ব্যবধানে বিশ্বের অনেক দেশ এখন লবকডাউন শিথিল করতে শুরু করেছে। এমন অবস্থায় কীভাবে মিউজিক ইন্ডাস্ট্রি সচল করা য়ায় সেই চেষ্টা করছে কিছু ইভেন্ট প্রতিষ্ঠান।

এ প্রচেষ্টার অংশ হিসেবে ভার্জিন মানি ইউনিটি এরিনা নামে একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যে পপ-আপ ভেন্যু চালু করেছে। সেখানে সামাজিক দূরত্ব মেনে মঙ্গলবার রাতে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ৫০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। 

এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী স্যাম ফেন্ডারসহ অনেকে। সংগীতশিল্পী ভ্যান মরিসন, কমেডিয়ান জিমি কার, বিলি বেইলির মতো তারকারাও চলতি বছরে এই সিরিজের কনসার্টে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

ভার্জিন মানি ইউনিটি এরিনার পরিচালক বলেন, লকডাউনের পর লাইভ মিউজিক অনুষ্ঠান পুনরায় শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত। যথেষ্ঠ স্বাস্থ্যবিধিসহ দুরত্ব মেনে কনসার্ট আয়োজনের চেষ্টা করেছি। শিগগিরই আরো কয়েকটি কনসার্টের আয়োজন করা হবে। 


Post Top Ad

Responsive Ads Here