সময় সংবাদ ডেস্ক//
হত্যার পর লাশ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে নয় বছর পর জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারীর নাম রৌশন আরা বেগম রিক্তা। বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার কামালকাছনা শালবন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আসামিদের হয়রানি করার জন্য এমন ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আর রিক্তা জানান, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এত দিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এছাড়া তিনি আল্লার পথের কাজ করেছেন। রিক্তা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।
গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে রিক্তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তার ওপর অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হন রিক্তা।
এ ঘটনায় রিক্তাকে হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন তার বড় বোন মুক্তা বেগম। মামলায় আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুলসহ চারজনকে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আসামিদের কারাভোগ করতে হয়।
কিছুদিন আগে রিক্তার স্বামী থানায় এসে জানান, মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনো এক স্থানে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে রিক্তার খোঁজে নামে পুলিশ। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে পুলিশ।