মেহের আমজাদ,মেহেরপুর //
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপর করা হয়েছে। “বৈশ্বিক কর্মে যুবশক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ। অনলাইন আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।