জঙ্গীবাদ কখনো কোন জাতি বা কোন সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পরেনা-- মেহেরপুর পলিশ সুপার এস এম মুরাদ আলি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৫, ২০২০

জঙ্গীবাদ কখনো কোন জাতি বা কোন সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পরেনা-- মেহেরপুর পলিশ সুপার এস এম মুরাদ আলি

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেছেন, জঙ্গীবাদ কখনো কোন জাতি বা কোন সমাজের জন্য মঙ্গল বয়ে আনতে পরেনা। ইসলাম কখনো জঙ্গি, সন্ত্রাসবাদ পছন্দ করেনা। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। জঙ্গী কর্মকান্ডকে প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় সর্বদা প্রস্তুত রয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলি গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় নিজ উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। পরে পুলিশ সুপার এস এম মুরাদ আলি মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন। এর পরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাফেজ মাও মোঃ আশরাফুল ইসলাম,মাদ্রাসা কমিটির উপদেষ্টা আব্দুল করিম,সদস্য আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।


Post Top Ad

Responsive Ads Here