ইরানের চারটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০

ইরানের চারটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

সময় সংবাদ ডেস্ক//
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করায় প্রথমবারের মতো ইরানের চারটি জ্বালানীবাহী জব্দ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের জব্দ হওয়া চারটি জ্বালানীবাহী জাহাজ হলো, লুনা, পান্ডি, বেরিং এবং বেলা।

জানা গেছে, ভেনেজুয়েলাগামী ইরানের এ জাহাজগুলো জব্দ করার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করা হয়। যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচিত এই দুই দেশকে অর্থনৈতিক চাপে রাখার জন্য ট্রাম্প প্রশাসন মামলাটি দায়ের করে। 

বিশ্লেষকরা বলছেন, মামলাটি করে ইরান জ্বালানী বিক্রি করে যে রাজস্ব আদায় করে সেটি বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।

২০১৮ সালের মে'তে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে তারা পরমাণু কার্যক্রম চালাচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here