সুন্দরবনের লুকানো আগুন খুঁজছে ফায়ার সার্ভিস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

সুন্দরবনের লুকানো আগুন খুঁজছে ফায়ার সার্ভিস



বাগেরহাট প্রতিনিধিঃ 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি সংলগ্ন নিশানখালী এলাকায় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গুঞ্জন উঠেছে। সকালে স্থানীয়রা বনের ওই এলাকায় ধোয়া উড়তে দেখে বনরক্ষীদের খবর দেন । 

অপরদিকে, বন-বিভাগের পক্ষ থেকে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, নুতন করে সুন্দরবনে আগুন লাগার খবরটি সম্পূর্ণ গুজব। তবে, পুরোনো আগুন বনের কোথাও লুকিয়ে রয়েছে কি না, ফায়ার সার্ভিসের শরণখোলা-মোড়েলগঞ্জ ইউনিটের সহয়তা নিয়ে তা খুঁজে দেখা হচ্ছে।


তাছাড়া লোকালয় থেকে অগ্নিকাণ্ডের এলাকা দুর্গম হওয়ায় মঙ্গলবার ঘটনাস্থলে পানি সরবারহ ভালোভাবে করা যায়নি। তাই ২-১টি স্থান থেকে কিছু ধোয়া উড়তে ছিল। ফায়ার সার্ভিসের মাধ্যমে ওইসব স্থানে ভালোভাবে পানি দিয়ে আগুনের উৎস পুরোপুরিভাবে নেভানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

Post Top Ad

Responsive Ads Here