সময় সংবাদ ডেক্সঃ
আসন্ন ঈদযাত্রার পরিস্থিতি তদারকি করতে আগামী ১১ মে থেকে নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ২৪ জন কর্মকর্তা এ নিয়ন্ত্রণ কক্ষের কাজে যুক্ত থাকবেন। এটি চালু থাকবে ১৬ মে পর্যন্ত।
জানা গেছে, এ নিয়ন্ত্রণ কক্ষ দিনরাত চালু রাখা হবে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার পরিস্থিতি এখান থেকে তদারকি করা হবে। কোনো অভিযোগকারীও নিয়ন্ত্রণ কেন্দ্রে অভিযোগ জানাতে পারবেন। নিয়ন্ত্রন কক্ষে যোগাযোগ করা যাবে ০১৫৫০০৫১৬০৬ মোবাইল ফোন নম্বরে।
এদিকে বিআরটিএ এ নিয়ন্ত্রণ কেন্দ্র চালু রাখলেও করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। জেলার ভেতরে বাস চললেও এক জেলা থেকে অন্য জেলায় সরাসসি বাস চলাচলে এখনও বন্ধ রয়েছে।