কুড়িগ্রাম জেলা পুলিশের কল স্পুফিং বিষয়ক সতর্কবার্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৪, ২০২১

কুড়িগ্রাম জেলা পুলিশের কল স্পুফিং বিষয়ক সতর্কবার্তা


 

কুড়িগ্রাম প্রতনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতিতে জানান


⚠️"সতর্ক বার্তা " ⚠



সম্মানিত কুড়িগ্রামবাসী আসসালামু আলাইকুম। 


ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কতিপয় প্রতারক চক্র ইন্টারনেটের কল্যানে কল স্পুফিং(call spoofing)বা নিজ নাম্বার লুকিয়ে অন্যের নাম্বার দেখিয়ে অনেকের সাথে প্রতারণা ও হয়রানি করছে। 

এমন একটি চক্র পুলিশ সুপার কুড়িগ্রামের সরকারি নাম্বার দেখিয়ে অনেকের সাথে প্রতারণা করছে বা করার চেষ্টা করছে। 


আসুন জেনে নেই call spoofing কি? এবং এ ধরনের প্রতারণা এড়াতে করনীয় 


ইন্টারনেটের কল্যানে প্রতারক নিজ নাম্বার লুকিয়ে সম্মানি কোনও ব্যক্তির নাম্বার দেখিয়ে এ ধরনের প্রতারণা করে থাকে। এ ক্ষেত্রে ফোনের স্ক্রিনে যে নাম্বার দেখা যায় উক্ত নাম্বারের গ্রাহক এই কল সম্পর্কে অজানা থেকে যায় এবং প্রতারক ইন্টারনেট ব্যবহার করে প্রতারণা করার জন্য সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল নাম্বার কল গ্রহনকারীর স্ক্রিনে দেয়। যা দেখে কল গ্রহীতা প্রতারকের বিভিন্ন প্রতারণার শিকার হয়। 


পরিত্রাণের উপায়ঃ 

১ম উপায় হচ্ছে সচেতনতা, শুধুমাত্র নাম্বার দেখেই কাউকে আইডেন্টিফাই করা যাবে না। পরিচিত নাম্বারের গ্রাহকের অস্বাভাবিক কিছু চাওয়া/ লেনদেন থেকে বিরত থাকা। 


#আর_এই_ধরনের_প্রতারণা

এড়ানোর_সর্বোত্তম_উপায়

হচ্ছে উক্ত গ্রাহকের নাম্বারে পুনরায় কল করা। কেননা, কলটি কেটে দিয়ে ফিরতি কল করলে সেটি আর প্রতারকের নাম্বারে না গিয়ে সরাসরি সেই নাম্বারের গ্রাহকের কাছে যাবে। যা আপনাকে নিশ্চিত প্রতারিত হওয়া থেকে রক্ষা করবে। 


জেলা পুলিশ,কুড়িগ্রাম এই প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে তৎপর আছে এবং পুলিশ সুপার কুড়িগ্রাম এর নাম্বার বা পরিচয় বহন করে বিশেষ কোনও সুবিধা পাওয়া বা আর্থিক লেনদেন হতে সকলকে বিরত থাকার জন্য সতর্ক করা হলো।

Post Top Ad

Responsive Ads Here