মা আমাকে একা রেখে যেও না’, ধ্বংসস্তূপে ফিলিস্তিনির আর্তনাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৮, ২০২১

মা আমাকে একা রেখে যেও না’, ধ্বংসস্তূপে ফিলিস্তিনির আর্তনাদ




সময় সংবাদ ডেস্কঃ


টানা আটদিনের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার দিনব্যাপী হামলায় ১০ শিশুসহ ৪২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।


এরই মধ্যে ইসরায়েলের হামলায় অনেক বহুতল ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি আল জাজিরার গাজার কার্যালয় ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী বাহিনী। আহতদের জায়গা দিতে পারছে না হাসপাতালগুলো। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।


রোববারের হামলায় ধ্বংসস্তূপে আটকা পড়া এক ফিলিস্তিনির করুণ আর্তনাদ গণমাধ্যমে উঠে এসেছে। মিডল ইস্ট আইয়ের এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি তার মায়ের কাছে করুণ কণ্ঠে বলছেন, ‘মা আমাকে একা রেখে যেও না। আমার সঙ্গে থাকো। আরব দেশগুলো তোমরা কোথায়? আমরা ধ্বংসস্তূপে চাপা পড়েছি।’


১০ মে থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ৫৮ শিশু রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here