সাংবাদিক রোজিনাকে আটকের ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজ) নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৮, ২০২১

সাংবাদিক রোজিনাকে আটকের ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজ) নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 







ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ

সাংবাদিক রোজিনাকে আটকের ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

ওই সময় সাংবাদিক বক্তারা বলেন, রোজিনা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কার প্রাপ্ত একজন সাংবাদিক। সচিবালয়ে ঢোকার জন্য তাঁর পাস আছে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম, বিশৃঙ্খলা আর দূর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন। এ কারণে তাঁকে আটকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে তাঁর গলা চেপে একজন নারী কর্মকর্তা তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছেন। এই কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য দেন। মানববন্ধন থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তানজিমুল হক সমাবেশ পরিচালনা করেন। সমাবেশ থেকে বক্তারা দ্রুত রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এছাড়া রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।

একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে সাংবাদিক মহল খুবই উদ্বীগ্ন। সাধারণ মানুষও আতঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনও বৃথা যায় না। মামলা প্রত্যাহারসহ রোজিনার মুক্তি যতদিন না হচ্ছে, ততদিন সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবে।

ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, সিনিয়র ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকুসহ বিভিন্ন টিভি ও গনমাধ্যম সাংবাদিক উপস্থিত ছিলেন। অপরদিকে রাজশাহীর সকল উপজেলাসহ রাজশাহীর বিভাগের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে সংবাদিকরা।

Post Top Ad

Responsive Ads Here