সময় সংবাদ ডেস্কঃ
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত ৪৪ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ। তবে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি।
শুক্রবার সকালে দেয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।
আনন্দবাজার জানায়, ভারতে ১৫ এপ্রিল প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি স্পর্শ করে। এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।