সময় সংবাদ ডেস্কঃ
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচ জিতে শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করাই টাইগারদের লক্ষ্য। এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক কুশল পেরেরা। ফলে এ ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার লিটন দাসের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। এছাড়া সাইফউদ্দিনের জায়গায় খেলবেন তাসকিন আহমেদ।
ওয়ানডে সিরিজ নিশ্চিত হলেও এখনো নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। যা নিয়ে বেশ বিব্রত স্বাগতিক দল। টাইগার দলপতি তামিম ইকবালের পর দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদও একই বিষয়টি চিহ্নিত করেছেন। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, এখনো নিজেদের আসল ম্যাচটি খেলতে পারেননি তারা।
সময় সংবাদ ডেস্কঃ
এ বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, তৃতীয় ম্যাচে প্রতিটি বিভাগেই আমাদেরকে আরো নিখুঁত খেলতে হবে। তাহলেই কেবল লংকানদের হোয়াইটওয়াশ করা সম্ভব হবে। আমার মনে হয় এখনো আমরা সেরাটা খেলতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।