ক্ষেতে মরিচ তুলতে গিয়ে পাওয়া গেল রমজানের রক্তাক্ত মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৮, ২০২১

ক্ষেতে মরিচ তুলতে গিয়ে পাওয়া গেল রমজানের রক্তাক্ত মরদেহ


 


সময় সংবাদ ডেস্কঃ


মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রমজান আলী (৩০) নামের এক প্রেস শ্রমিকের লাশ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) সকালে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ফসলের মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরা এলাকায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। রমজান এক কন্যা সন্তানের জনক।


রমজান আলীর ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান। রাত ১০ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌছার পর তার স্ত্রীর সাথে সর্বশেষ কথা হয়। এসময় রমজান বলেন দ্রুত সময়ের মধ্যেই বাড়ি পৌছে যাবেন তিনি। কিন্তু ঘন্টাখানেক পরেও বাড়ি না পৌছায় এবং রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।


 

শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয় এক ব্যক্তি ক্ষেত থেকে মরিচ তুলতে এসে রমজানের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর।


শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, নিহত রমজানের গলা, মাথা ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের কারন এবং খুনিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Post Top Ad

Responsive Ads Here