জেলায় কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

জেলায় কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস



সময় সংবাদ ডেক্সঃ


 স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলবে। তবে সেটা শহরের ভেতরে। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

বুধবার চলমান লকডাউনের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুধু একই জেলার মধ্যে গণপরিবহন চলবে। যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ থাকবে। নতুন এই বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।


এর আগে গত সোমবার বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শর্ত হলো- সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।

Post Top Ad

Responsive Ads Here