সময় সংবাদ ডেস্কঃ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে শুরুতেই অন্যরকম ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেটপ্রেমীরা। ইনিংসের প্রথম বল শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ রান!
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। বরাবরের মতো স্ট্রাইক প্রান্তে ছিলেন তামিম। ইসুরু উদানার করা প্রথম ডেলিভারিতেই চার হাঁকান তিনি।
পরের ফ্রি হিট বলেও চার হাঁকান দেশসেরা ওপেনার। পরবর্তী ডেলিভারি ওয়াইড দিলে দলের সংগ্রহ দাঁড়ায় ১০ রান। অথচ বল ছিল মাত্র একটিই। যা বলা যায় বেশ বিরল এক ঘটনা। পরের বলে তামিম আবারো চার হাঁকালে দুই বলে টাইগারদের স্কোরবোর্ডে রান ছিল ১৪!