কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জেলা পুলিশের কর্ণধার,পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা,কুড়িগ্ৰাম জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্য করোনা কালে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন ।অসহায়দের জন্য তিনি যেন মাতৃ স্বরূপ ।
এরই ধারাবাহিকতায় আজ বিকাল ৩:০০ ঘটিকায়
কুড়িগ্রাম পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা ১০০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন
পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।