মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সদর উপজেলার নয়াকান্দি বাজারে ফ্রেন্ডস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ২শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার সময় এই ইদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ী, চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবানসহ বিভিন্ন ধরনের ইদ সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রেন্ডস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী বলেন, মানিকগঞ্জ পৌরসভার মধ্যে ফ্রেন্ডস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান।
শুধু ইদুল ফিতর উপলক্ষে নয় বিভিন্ন সময়ে দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবার ব্যয়ভার বহন এবং অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।