পরীমণিকাণ্ডে নাসির-অমিসহ পাঁচজনের বিরুদ্ধে নতুন মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৫, ২০২১

পরীমণিকাণ্ডে নাসির-অমিসহ পাঁচজনের বিরুদ্ধে নতুন মামলা


 

সময় সংবাদ ডেস্কঃ


ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে আসামি করে নতুন একটি মামলা করা হয়েছে।

এ মামলায় অন্য আসামিরা হলেন তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার। বিমানবন্দর থানার এসআই মশিউর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সোমবার রাত ১২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত করা হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার সিকদার এ মামলা করেছেন।


এর আগে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনির করা মামলার প্রধান দুই আসামি নাসির ইউ মাহমুদ ও অমিকে উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিবি। পরে সাভার থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।


রোববার রাতে এক ফেসবুক পোস্টে নায়িকা পরীমণি অভিযোগ করেন, চার দিন আগে ঢাকা বোট ক্লাবে নাসির ইউ মাহমুদ নামে একজন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছিল।

Post Top Ad

Responsive Ads Here