ফরিদপুরের সালথায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৪, ২০২১

ফরিদপুরের সালথায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 


মানববন্ধনে অংশগ্রহনকারীরা অবিলম্বে পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় এলাকার ছিন্টু মিয়া ও আনাছ মিয়াকে বাদ দিয়ে প্রকৃত দোষিদের আটকের জোর দাবি করেন।  


এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাবিবুর রহমান, ছিরু মিয়া, ইকরাম মাতুব্বর, রেন্টু মাতুব্বর, রেজাইল মাতুব্বর, বিপ্লব মাতুব্বর সহ এলাকাবাসী।


উল্লেখ্য সালথা থানায় নারী ঘটিত একটি বিষয়ের ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অপরাধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। যাতে আসামী করা হয়েছে এলাকার ছিন্টু মিয়া ও আনাছ মিয়াকে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর ভিতর মিশ্্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষিদের শাস্তি দাবি করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে।

Post Top Ad

Responsive Ads Here