সময় সংবাদ ডেস্কঃ
ঢালিউডের আলোচিতৌ অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাছির ইউ মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে মামলাটি দায়ের করা হ
এরপরেই তাদের গ্রেফতার করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সোমবার (১৪ জুন) দুপুর ২ টায় মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৪ জুন) নিজেদের অবস্থান পরিষ্কার করে বিবৃতি দিয়েছে ঢাকা বোট ক্লা
বিবৃতিতে ক্লাবটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার বখতিয়ার আহমেদ খান বলেন, পরীমনি ঢাকা বোর্ড ক্লাবের সদস্য নন। তিনি অতিথি হিসেবে ক্লাবে এসেছিলেন। আমরা ১০ জুনের বিষয়টি তদন্ত করছি। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করছি না। তবে এ ঘটনায় ক্লাবের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পরীমনি হেনস্থা হওয়ায় ক্লাবের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি
রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরীমনি। এদিন বনানীর বাসায় দফায় দফায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। যে জায়গায় পরীমনি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন সেই ঢাকা বোটক্লাব পড়েছে
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরী জানান, শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পরে বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেয়া হয়। রূপনগর থানার মধ্যে।