কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৮, ২০২১

কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

  কুয়াকাটা সৈকতে  সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১২টায় কুয়াকাটা চৌরাস্তায় ক্ষতিগ্রস্থ্য শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোক সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শুটকি ব্যবসায়ী মো: আব্বাস কাজী, ট্যুর অপারেটর কেএম বাচ্চু, সোহেল মাহমুদ প্রমুখ।


এসময় বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারী শুটকি ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা সৈকতে আমরা শুটকী মাছ ও সমুদ্র থেকে শিকার করা তাজা মাছ পর্যটকদের জন্য ফ্রাই করে পরিবেশন করে থাকি। এখানে আগত পর্যটকদের আচার ও ঝিণুক মালামাল পছন্দের তালিকায় রয়েছে। এই ব্যবসা কুয়াকাটায় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষের আয়ের উৎস হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে। কিন্তু বিভিন্ন ঝড়-জলোচ্ছ¡াসে বারবার এসব ব্যবসায়ীরা ভেসে গেলেও স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কুয়াকাটা পৌরসভার কোন একটি স্থানে এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রæত পুনর্বাসনের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি তোলা হয়। 


Post Top Ad

Responsive Ads Here