৫ মিনিটে আজকের মেহেরপুর (১৮/৬/২০২১) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৮, ২০২১

৫ মিনিটে আজকের মেহেরপুর (১৮/৬/২০২১)



মেহেরপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র আয়োজনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুরে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক এনডিসি মোঃ শহিদুল আলম,মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এর সঞ্চালনায় সেমিনারের জুমের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ।


মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু


মেহেরপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে গত বুধবার রাত সাড়ে দশটার দিকে সাহেরা খাতুন (৬০) এবং গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আব্দুল হান্নান (৬৫) আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামের শেখপাড়া মৃত মুলক চাঁদের স্ত্রী সাহেরা খাতুন ও গাংনী উপজেলা মঠমুড়া গ্রামের মৃত রহিম বক্স’র ছেলে আব্দুল হান্নান। এরা দ’ুজেনই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। এদের মধ্যে সদরে ১২, গাংনী ১২ ও মুজিবনগরে ৬ জন। ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সাহেরা খাতুন গত মঙ্গলবার সকালে করোনা ইউনিটে ও আব্দুল হান্নান গত বৃহস্পতিবার দুপুরের দিকে আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, সাহেরা খাতুনের করোনা পজেটিভ গত ১৫ জুন মঙ্গলবার আসলে ঐ দিনেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয় এবং অপর দিকে আব্দুল হান্নানের পরিবারের কাছ থেকে জানা গেছে, গত ১০ জুন বৃহস্পতিবার করোনা পজেটিভ আসলে তাকেও ঐ দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।


মেহেরপুর করোনা ভাইরাস সম্পর্কে  জনসচেতনতা মূলক প্রচারণা 


করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে জনসচেতনতামূলক  প্রচারণা ও চলমান বিধিনিষেধ কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সচেতনতামূলক অভিযান চালানো শুরু হয়। মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অন্যান্য সড়কগুলোতেও অভিযান চালানো হয়। এ সময় চলমান বিধিনিষেধে সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সকলকে আহবান জানান এবং সেই সাথে সন্ধ্যা ৬ টার পর  সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও জরুরী প্রয়োন ছাড়া অযাথা বাড়ির বাইরে না আসার জন্য সকলের প্রতি আহবান জানান। জনসচেতনতা মূলক প্রচারণায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোমিন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এবং সদর থানার ওসি শাহদারা খান সাধারণ মানুষকে  মাস্ক ব্যবহার ও মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।


মেহেরপুর উপজেলা পরিষদের সেলাই মেশিন এবং ফুটবল বিতরণ 


মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও দরিদ্র মহিলাদের আত্বকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সেলাই মেশিন  এবং ক্লাবসহ অন্যান্য সংগঠনের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সেলাই মেশিন ও ফুটবল বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন এবং ফুটবল বিতরণ করেন। এ সময় আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, ইউ পি সদস্য সিরাজুল ইসলাম,দরুদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহের আমজাদ

Post Top Ad

Responsive Ads Here