সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির হাতে আটক দুই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৩, ২০২১

সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির হাতে আটক দুই




ঝিনাইদহ প্রতিনিধিঃ


ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি পরিবনে তল্লাসী চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০) আটক করা হয়। বিজিবির হাবিলদার শহর আলী এই অভিযানের নেতৃত্ব দেন। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রহ রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here