জেলা প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ রেজাউল মাঝি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুর পর্যন্ত তাকে মাদক মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
রেজাউল উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কছিমুদ্দিন মাঝি।
ওসি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেজাউলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কাগজের একটি কার্টন থেকে ৫৩০ গ্রাম ও একটি মাটির পাতিল থেকে আরো ৬৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় রেজাউল মাঝিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।