চারঘাটে এক আদিবাসীর রহস্যজনক হত্যা- উদ্বিগ্ন স্থানীয়রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১

চারঘাটে এক আদিবাসীর রহস্যজনক হত্যা- উদ্বিগ্ন স্থানীয়রা






ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রায় হত্যার ঘটনা ঘটছে। এই ধারাবাহিকতার আবারো খুন হলো এক আদিবাসী। উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ততপরতা জোড়দার হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। 

উপজেলার নীমপাড়া ইউনিয়নের ৫নং ওর্য়াডের বরকতপুর গ্রামের গৌর সরদার (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। নিহত ব্যাক্তি সুবল সরদারের ছেলে। সে রোজাউল নামে এক ব্যাক্তির পেয়ারা বাগানে প্রহরী হিসাবে কাজ করতো। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাত অনুমান ৯টর সময় নিহত ব্যাক্তি পেয়ারা বাগান পাহারার কাজে বাড়ি থেকে বের হয়। কিন্ত সে আর বাড়ি ফিরেনি। শনিবার সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারে গৌর সরদার খুন হয়েছে। এই তথ্য জানায় নিহতের পিতা সুবল সরদার। এবিষয়ে পেয়েরা বাগান মালিক রোজাউল করিম গনমাধ্যমকে জানান, নিহত ব্যাক্তি তার পেয়ারা বাগান পাহাড়াদার ছিল। সে প্রায় মাদক সেবন করতো। তবে গতকাল তার কখন এই দূর্ঘটনা ঘটেছে তার জানানেই। কিন্ত গতকাল শুক্রবার রাত অনুমান ১১টার সময় গৌর সরদার (৩৫) সাথে মুঠোফনে কথা হয়।         

শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নিহত ব্যাক্তির কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ দেখাগেছে। প্রসঙ্গত, পরিবারের পক্ষ থেকে এই হত্যার বিষয়ে কোন ধরনের অভিযোগ নেই। স্থানীয়দের তথ্য মতে, ট্রেনের ধাক্কায় কোন ব্যাক্তির মৃতু হলে তার মরাদেহ ট্রেনলাইনে থাকবে না। সচারাচর, ট্রেনে কাট মৃতদেহ গুলো চেনার উপায় থাকে না।     

চারঘাট মডেল থানার অফিসার ইন-চার্জ জাহাঙ্গির আলম এই পত্রিকার প্রতিনিধিকে জানান, এই ঘটনাটি হত্যা নয়, চলতি ট্রেনের আঘাতে তার মৃত হয়েছে। চারঘাট সার্কেল (সিনিয়র এএসপি) প্রণব কুমার বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নিহত ব্যাক্তি শুক্রবার রাতের কোন এক সময় চলতি ট্রোনের ধাক্কায় তার মৃতু হয়।     

পথচারীরা ট্রেনে লাইনের উপরে একটি মৃত ব্যাক্তির মরাদেহ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। পরে ঘটনাস্থলে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্ট করছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

Post Top Ad

Responsive Ads Here