৩ কেজি ওজনের স্বর্ণের বার সহ যাত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১

৩ কেজি ওজনের স্বর্ণের বার সহ যাত্রী আটক


 


সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কেজি ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।


জানা গেছে, আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন। সৌদি আরব থেকে আসা এই যাত্রীর কাছে থেকে ২৫ পিস সোনার বার উদ্ধার করা হয়।



ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১১টা ১২ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (এসবি- ৮০৪) নম্বরের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিওিতে খরব পেয়ে ঢাকা কাস্টম হাউজের (প্রিভেন্টিভ) টীমের সদস্যরা ওই ফ্লাইট থেকে তাকে আটক করে।  


পরে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২৫ পিস সোনার বার পাওয়া যায়।



জব্দকৃত সোগুলো ঢাকা কাস্টম হাউজে জমা আছে। তিনি আরও জানান, আটককৃত যাত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতরাতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

Post Top Ad

Responsive Ads Here