মোঃ শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল প্রতিনিধি।। শ্রীমঙ্গলস্থ পৌর এলাকায় অবস্থিত মুসলিমবাগ মডেল একাডেমী স্কুল এন্ড বিএম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে অদ্য ৫ সেপ্টেম্বর বুধবার সকালে ১০ ঘটিকায় ক্বেরাত ও গীতা পাঠের মাধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরন অনুষ্ঠানের সূচনা করা হয়।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা এম মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে শিক্ষিকা মৌ সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইকবাল,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো.ইসমাইল মাহমুদ সিনিয়র সহ সভাপতি শ্রীমঙ্গল প্রেসক্লাব, সীতারাম বীন সম্পাদক ও প্রকাশ মাসিক চা মজদুর পত্রিকা, ডা.মো.একরামুল কবীর,সাবেক পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার,মো.মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি শ্রীমঙ্গল শাখা,মোছা.আছমা আক্তার শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন স্কুলের সাধারণ সম্পাদীকা, অনুজকান্তি দাশ,দৈনিক ইত্তেফাক, মো.শাকির আহমেদ,দৈনিক প্রভাতী খবর, মো.সুমন মিয়া,দৈনিক আলোকিত সকাল প্রমুখ ।এ সময় বক্তব্য রাখেন মোছা.আছমা আক্তার, সীতারাম বীন, মো.মামুনুর রশীদ, ইসমাইল মাহমুদ, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইকবাল, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন, অভিভাবকবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠানের একপর্যায় যেমন খুশি তেমন সাজো, সংগীত, কবিতা ও নৃত্য প্রতিবেশ করা হয় এবং অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

