চরভদ্রাসনে ফ্যাশন হাউজ এর নতুন শাখার উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ০৫, ২০১৮

চরভদ্রাসনে ফ্যাশন হাউজ এর নতুন শাখার উদ্বোধন

নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে- ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর বাজারে ছেলেদের জনপ্রীয় কেনাকাটার শপিং সেন্টার “ফ্যশন হাউজ” এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বাদ আছর বাজারের ভাই ভাই মার্কেটের মধ্যে “ফ্যাশন হাউজ” এর নতুন শাখার উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ফ্যাশন হাউজ এর কর্নধর নাজমুল হাসান নিরব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন প্রেসক্লাবের সহ-সভাপতি আ: ওহাব মেল্যা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি আ:কাদের মেল্যা।এ সময় বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,জিরো পয়েন্টের কর্নধর মারজুক জুয়েল,ঔষধ ব্যাবসায়ী মিজান হোসেন,মোটরসাইকেল ব্যাবসায়ী আবুল খায়ের ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


এ সময় “ফ্যাশন হাউজ” এর কর্নধর নাজমুল হাসান নিরব বলেন, “আজ ও আমাদের ভালো কোন কেনা-কাটা করার জন্য দুরদুরান্তে যেতে হয় ,আমাদের উদ্দেশ্য হল স্বল্পমূল্যে ভালোমানের পোষাক স্থানীদের হাতে পৌছে দেওয়া।সেই সাথে পন্যের গুনগত মান ও স্টাইলিষ্ট পন্য সর্বসাধারনের হাতে পৌছে দেওয়াই আমাদের লক্ষ। ২০১৫ সালে “ফ্যাশন হাউজ” প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সুনামের সাথে ব্যাসা করে আসছি। দোয়া করবেন আমরা যেন মানুষের দোরগোরায় পৌছাতে পার ”।।


Post Top Ad

Responsive Ads Here